ফলাফল বিপর্যয়ের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি জানিয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে বলেন, ২০১৩-১৪ সেশনের ৩য় বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৮০-৮৫ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। গণহারে এ ফেল কোনোভাবেই কাম্য নয়।
তারা বলেন, এ ফল বিপর্যয়ের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ফলাফল বিপর্যয় সমাধানে দ্রুত পদক্ষেপ নেন।
মানববন্ধনে ফলাফল বিপর্যয়ের মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়ার আহবান জানানো হয়।
ফজলে রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।