খাবার ভাগ করে খাওয়ার শিক্ষা যে পশু-পাখিদের মধ্যেও রয়েছে, তা সামনে এলো আরেকবার। তারা শুধুমাত্র নিজের পরিবারের সঙ্গেই খাবার ভাগ করে না, বরং অন্যদের সঙ্গেও খাবার ভাগ করে নেয়। এক কাঠবিড়ালি যেভাবে পাখিদের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছে তা দেখে অবাক হয়েছেন অনেকেই।
ছবিতে দেখা যাচ্ছে, ওই কাঠবিড়ালি দুই পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। সামনের পা দিয়ে মুখের কাছে একটি বিস্কুট ধরে আছে। আর সামনে দাঁড়িয়ে আছে কয়েকটি ছোট ছোট পাখি।
সুধা রমেন, আইএফএস নামে এক টুইটার হ্যান্ডলে গতকাল ছবিটি পোস্ট করেন। ছবিটি তাকে কেউ ফরোয়ার্ড করেছিলেন, সেটিই তিনি পোস্ট করেছেন। সেই সঙ্গে ফটোগ্রাফারকেও অভিবাদন জানিয়েছেন এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য।
পোস্টটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য মানুষ সেটি লাইক ও রিট্যুইট করছেন। সূত্র: আনন্দবাজার