মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ দশজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।